ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

ছুটির দিনে বাড়তি ভীড় পর্যটন মেলায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’। মেলার দ্বিতীয়দিন শুক্রবার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল থেকেই ভ্রমণপিয়াসুরা মেলায় আসতে শুরু করেন। অনেকে পছন্দ মতো বিভিন্ন দেশের প্যাকেজ বুকিং দেন।

ট্যুরিজম অপারেটরস অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় বিভিন্ন দেশের প্যাকেজ নিয়ে হাজির হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও নিজ দেশের পর্যটনকে তুলে ধরতে কয়েকটি দেশের পর্যটন বোর্ডও অংশগ্রহণ করেছে।

মেলায় বুকিং দেওয়াদের মধ্যে উজবেকিস্তান, চীন, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, তুরস্ক, মিশর এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশই বেশি গন্তব্য দেখা গেলো বাংলাদেশি পর্যটকদের। আর তাই মেলায় আকর্ষণীয় অফার পেয়ে হাতছাড়া করছেন না ভ্রমণপিপাসুরা।

শুধু বিদেশ নয়, নিজ দেশের বিভিন্ন পর্যটন স্পটেরও প্যাকেজ নিয়ে এসেছে দেশীয় কিছু প্রতিষ্ঠান। বিভিন্ন আকর্ষণীয় অফারে প্যাকেজ হাতছাড়া করছেন না কেউ।

এবারের মেলায় ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, উজবেকিস্তানসহ দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল অপারেটর, এয়ারলাইন সংস্থা, হোটেল এবং রিসোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২২০টি স্টল রয়েছে।

মেলায় আগত নাররিন আক্তার নিশি বলেন, হিমালয়কন্যা নেপালে ভ্রমণের জন্য আমি আগ্রহি। তাই মেলায় আসলাম ছাড়ের কোন প্যাকেজ পাওয়া যায় কি না। ঘুরে ঘুরে দেখছি, ভালো মনে হলে বুকিং দিব।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য ৩০ টাকা। শনিবার (২০ এপ্রিল) রাত ৯টায় শেষ হবে আন্তর্জাতিক এ পর্যটন মেলা। টোয়াব ২০০৭ সাল থেকে প্রতিবছর এ পর্যটন মেলার আয়োজন করে আসছে ।

আরকে//