সৌদি আরব থেকে পালিয়ে এসে যা বললো দুই বোন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩২ এএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
আমাদের মুখ ঢেকে রাখতে হতো. রান্নাবান্না করতে হতো, যেন আমরা দাস। আমরা এটা চাই না, আমরা সত্যিকারের একটা জীবন চাই, আমাদের জীবন, সৌদি আরব থেকে পালিয়ে আসা ২৫ বছরের ওয়াফা এভাবে গণমাধ্যমকে বলছিলেন। সম্প্রতি সৌদি আরব তার থেকে পালিয়ে আসে তারা।
ওয়াফা এবং তার বড় বোন, ২৮ বছরের মাহা আল-সুবায়ি এখন জর্জিয়ায় রাষ্ট্রীয় একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন।
টুইটারে জর্জিয়াসিস্টারস একাউন্ট থেকে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন এই দুই সৌদি বোন। তারা জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন যেন, তাদের তৃতীয় কোন নিরাপদ দেশে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। সৌদি আরব থেকে তারা প্রথমে জর্জিয়ায় এসেছেন, কারণ এখানে আসতে সৌদিদের ভিসা লাগে না।
``আপনাদের সাহায্য দরকার, আমরা নিরাপত্তা চাই, আমরা এমন একটি দেশে যেতে চাই, যারা আমাদের গ্রহণ করবে এবং আমাদের অধিকার রক্ষা করবে,`` বলছেন ওয়াফা। তাদের দেখে বোঝা যায় যে, দুইজনেই মনঃকষ্টে এবং ভয়ে রয়েছেন। বৃহস্পতিবার বিকালে তাদেরকে জর্জিয়ার অভিবাসন দপ্তরে নিয়ে কর্মকর্তারা।
সূত্র, বিবিসি নিউজ
টিআর/