রামপালে মাদরাসা শিক্ষার্থী ধর্ষণের মামলায় অধ্যক্ষ গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০১:২৮ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
বাগেরহাটের রামপালে ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনার মামলায় মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে উপজেলার ফয়লাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার দুপরে একই ঘটনায় ধর্ষণে অপরাধে অভিযুক্ত ফেরদৌস শেখ (১৮) নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, মাদরাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আমরা প্রধান আসামী মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ (১৮) এবং মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছি। তাদেরকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদরাসার ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল নির্যাতিতা শিশুটি। মাদরাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস সুকৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।