ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা ও আশপাশে ডায়রিয়ার প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

রাজধানী ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ। আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে সাড়ে ৮শ মানুষ। রোগীর চাপ সামাল দিতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চিকিৎসকরা বলছেন, গ্রীষ্মের কারণেই এই ডায়রিয়ার প্রাদুর্ভাব।

দীর্ঘ এই লাইন রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবিতে চিকিৎসা নিতে আসা রোগীদের। এসব রোগীর অধিকাংশই ঢাকা ও এর আশপাশের এলাকার।

গত কয়েক দিনের তাপদাহে ঘন্টার গড়ে অর্ধ শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত এসব রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে অস্থায়ী অতিরিক্ত শয্যার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত গরমের কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

বয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুরাও।

তবে আতঙ্কিত না হয়ে রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তীব্র গরমে ঘরে তৈরি খাবার, বিশুদ্ধ পানি পানসহ রসালো ফলমূল খাওয়ার পরামর্শ তাদের।