ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

নেত্রকোনা-পুর্বধলা সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নেত্রকোনা-পুর্বধলা সড়ক।  নানা স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোটবড় গর্তের। যান চলাচলে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। তবে শিগগিরই সংস্কাজ শুরুও কথা জানিয়ে সড়ক ও জনপথ বিভাগ।

জেলা শহর থেকে পূর্বধলা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দৃশ্য এটি। পূর্বধলা ছাড়াও দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়াসহ আশপাশের বাসিন্দাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের দু’পাশের মাটি সরে গেছে। পিচ ওঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।

তবে আশার কথা শুনিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের।