বাংলাদেশিসহ ৫৯ অভিবাসীবোঝাই ট্রাক আটক গ্রিসে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
গ্রিসের উত্তরাঞ্চলের একটি মহাসড়কে ৫৯ জন অবৈধ অভিবাসীবোঝাই একটি ট্রাক আটক করেছে সেদেশের পুলিশ। ওই অভিবাসীদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে ঠিক ক’জন বাংলাদেশি রয়েছেন এ বিষয়ে জানায়নি দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ এপ্রিল) থেসালোনিকি শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বে মহাসড়কে এ ট্রাক আটক করা হয়।
আজ শনিবার গ্রিসের পুলিশ জানায়, ট্রাকটিতে গ্রিসের উত্তরের দেশ বুলগেরিয়া থেকে চুরি হওয়া একটি নম্বরপ্লেট লাগানো ছিল। চুরি হওয়া এ লাইসেন্স প্লেটটি সম্পর্কে আগেই অবগত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা।
পুলিশ আরও জানায়, ট্রাকটিতে থাকা কয়েকটি বক্সের পেছনেই অভিবাসীরা ছিলেন। এদের মধ্যে প্রায় অর্ধেকই সোমালিয়ার নাগরিক। বাকিদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ফিলিস্তিন এবং সুদানের নাগরিক রয়েছেন।
উদ্ধার অভিবাসীরা পুলিশকে জানায়, ট্রাকে ওঠার আগে তারা এক দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে পৌঁছেছেন। এজন্য ওই দালাল প্রত্যেক অভিবাসীর কাছ থেকে এক হাজার ৫০০ ইউরো (প্রায় দেড় লাখ টাকা) করে দিতে হয়েছিল। পরে গ্রিসে পৌঁছে তারা ট্রাকে উঠে।
এ ঘটনায় ওই ট্রাকের চালক ৬১ বছর বয়সী বুলগেরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
আরকে//