ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ফিলিপাইন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৫০ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে ফিলিপাইন। চীন সফরে থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বৃহস্পতিবার এই ঘোষণা দেন। একইসাথে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার কথা জানান দুতের্তে। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি, দুতের্তের এ’ ধরনের মন্তব্যকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, ফিলিপাইনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান কিরবি। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে কটুক্তি করার পর থেকেই মূলত দু’ দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে।