ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শ্রীলঙ্কায় বোমা হামলা

দুই বাংলাদেশি নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২১ এপ্রিল ২০১৯ রবিবার

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার পর থেকে এক শিশুসহ দুই বাংলাদেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।এ সংবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ রোববার দুপুরে ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দুজন বাঙালি আন অ্যাকাউন্টেড। তাদের পরিবারের অন্যরা অ্যাকাউন্টেড। আমরা তাদের অবস্থা জানার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি ট্রেস করা যাবে, আমরা তাদের পরিবারকে জানাব।’

ওই দুইজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি প্রতিমন্ত্রী । তিনি বলেন, ওই দুইজনের খোঁজে কলম্বোর হোটেল ও হাসপাতালগুলোতে খোঁজ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, চারজন বাংলাদেশির একটি দল কলম্বো গিয়েছিল টুরিস্ট হিসেবে। তাদের মধ্যে দুজন ঠিকঠাক থাকলেও একটি শিশুসহ দুজনের খোঁজ পাওয়া যায়নি।

উল্লেখ্য, আজ রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে শ্রীলঙ্কায় বেশ কয়েকটি গির্জা এবং পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলা হয়।

এ ঘটনায় অন্তত দেড় শতাধিক মানুষ নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।

এসএ/