হামলাকারিরা শ্রীলঙ্কান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০৫ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার | আপডেট: ১২:০৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার
শ্রীলঙ্কার কলম্বোয় ইস্টার সানডে চলার সময় কয়েক দফা বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে।
দেশটির প্রধানমন্ত্রী রানিল ভিকরেমাসিঙ্গে বলছেন, তার দেশে যে বোমা হামলা হয়েছে, তার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৮ ব্যক্তিকে আটক করেছে। এদের পরিচয় থেকে এরা শ্রীলংকান বলেই জানা যাচ্ছে।
তবে রানিল ভিকরেমাসিঙ্গে বলেছেন, তাদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ রয়েছে কি না, তাও এখন যাচাই করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিল তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম হামলা হয় রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টায়। তিনটি গির্জায় অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। যে গির্জাগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলো কোচ্চিকাডে, নেগম্বো এবং বাট্টিকালোয়ায় অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নেগম্বোর সেন্ট সেবাস্টিয়ান গির্জার ছাদ বিধ্বস্ত হয়েছে এবং রক্ত ছড়িয়ে আছে। এছাড়া রাজধানী কলম্বোতে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি, তবে এখন পর্যন্ত অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের ধারণা, কোন কোন স্থানে আত্মঘাতী বোমা হামলাকারী অংশ নিয়েছিল। ২০০৯ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটাই সবচেয়ে রক্তক্ষয়ী ভয়াবহ হামলা।
সূত্র: বিবিসি
একে//