ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ময়মনসিংহে প্রতিবন্ধী নারীরা স্বাবলম্বী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

প্রতিবন্ধকতা পেরিয়ে কার্পেট ও হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হয়েছেন ময়মনসিংহের শতাধিক প্রতিবন্ধী নারী। ২০০০ সালে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করতে ময়মনসিংহে একটি ক্লাব প্রতিষ্ঠা করে ফ্রান্সভিত্তিক তেইজি ব্রাদার কমিউনিটি। একে কেন্দ্রই করে ভাগ্য ফিরেছে শতাধিক প্রতিবন্ধী নারীর। 

ময়মনসিংহ মহানগরীর বলাশপুর পালপাড়ার ময়না আক্তার। ২০০৮ সালে বাসার পাশের রেললাইনে ট্রেন দূর্ঘটনায় বাম পা হারায়। প্রতিবন্ধী ময়নার জীবন কিভাবে চলবে এই নিয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। এ অবস্থায় এক প্রতিবেশি ভাইয়ের পরামর্শে ময়না যোগ দেয় মহিলা ক্লাবের কার্পেট কারখানায়। এখানে কাজ শিখে ময়না এখন স্বাবলম্বী।

শুধু ময়না না, এই মহিলা ক্লাবের কার্পেট ও হস্তশিল্প কারখানায় শতাধিক প্রতিবন্ধী নারী কাজ করে স্বাবলম্বী হয়েছেন। তাদের তৈরি দৃষ্টি নন্দন এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে বিদেশেও।

তবে প্রতিষ্ঠানটি গতিশীল রাখতে সরকারী পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা।

সরকারের পক্ষ থেকে এসব নারীদের সহায়তায় এগিয়ে আসার কথা জানালেন জেলা প্রশাসক।