ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

জ্বীন তাড়ানোর নামে গায়ে কেরোসিন ঢেলে আগুন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

ভোলায় জ্বীন তাড়ানোর নামে নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কথিত ওঝা। অগ্নিদগ্ধ গৃহবধু জোসনা বেগম এখন মৃত্যুর সাথে লড়ছেন। তার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। ভোলা সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়েছে।

ভোলার ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রাম। এই গ্রামের জোসনা বেগমকে জ্বীন তাড়ানোর নামে গায়ে কেরোসিন ঢেলে ঝাড়-ফুঁকের সময় আগুন ধরিয়ে দেয় রুনা নামের এক ওঝা।

আহতের মা মাহফুজা জানান, কিছুদিন ধরে জোসনা  অস্বাভাবিক আচরণ করায় তারা একে জ্বীনের আছর ভাবেন। তাই জ্বীন তাড়াতে ওঝা বেলায়েত হোসেন ও তার নাতনি রুনা বেগমকে ডাকা হয়। বৃহস্পতিবার রাতে রুনা  জ্বীন তাড়ানোর নামে জোসনা বেগমের গায়ে কেরোসিন মাখিয়ে আগরবাতি ও ধূপ জ্বালিয়ে ঝাড় ফুঁকের এক পর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেয়।

অবস্থা গুরতর হওয়ায় রাতেই জোসনা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৫০ ভাগ ঝলসে গেছে। তবে এই ঘটনায় ওঝা রুনা দায়ী নয় বলে দাবী তার স্বজনদের।

পুলিশ ওঝা বেলায়েত হোসেন ও তার স্ত্রী অহিদা বেগমকে আটক করেছে।

জড়িত অন্যদের আটকে অভিযানে চলছে বলে জানায় পুলিশ।