ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

শ্রীলঙ্কা থেকে জায়ানের মরদেহ আসবে বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার | আপডেট: ১০:২৭ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ বুধবার দেশে আনা হবে।

শিশু জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার সকল আনুষ্ঠানিকতা সোমবার (২২ এপ্রিল) সম্পন্ন না হওয়ায় মঙ্গলবারের পরিবর্তে বুধবার মরদেহটি দেশে আনা হচ্ছে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন, বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের মরদেহ পৌঁছাবে। সেখান থেকে সরাসরি বনানী ২ নম্বর রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

সোমবার সন্ধ্যায় শেখ ফজলুল করিম সেলিমের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতারা কেন্দ্রীয় নেতারা।

আরকে//