ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সংস্কার করা সম্ভব হয়নি সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাধ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ১২:১৭ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার

৬ দিন পেরিয়ে গেলেও সংস্কার করা সম্ভব হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা গ্রামে প্রবল জোয়ারের চাপে ভেঙে যাওয়া খোলপেটুয়া নদীর বেড়িবাধটি। স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন স্থানীয়রা। ফলে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ২০টি গ্রাম ছাড়িয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বাসিন্দারা বাঁশ, বেত ও বস্তা দিয়ে বাঁধ সংস্কারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বার বার চেষ্টা করেও খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ মেরামত করতে পারছেন না তারা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত রোববার প্রতাপনগরের কোলা গ্রামে খোলপেটুয়া নদীর প্রায় আড়াই’শ ফুট বেড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়িসহ ২০টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার। তলিয়ে গেছে ফসলি জমি। ভেসে গেছে মাছের ঘের। বাধ সংস্কার করতে না পারায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন এলাকা। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তাদের। দুর্ভোগ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাধ সংস্কারে দাবী ভূক্তভোগীদের।