ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে নেতা-কর্মীদের উপচেপড়া ভীড়

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫৩ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বার গুলোতে ছিল নেতা-কর্মীদের উপচেপড়া ভীড়। তৃণমূলের এই নেতা-কর্মীদের চাওয়া, প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের উদ্যোমের সমন্বয়ে ঢেলে সাজানো হোক দল। আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বার গুলোতে নেতা-কর্মীদের এমন ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত এসেছেন এসব নেতা-কর্মী। চোখে মুখে উচ্ছ্বাসের পাশাপাশি নবীণ-প্রবীণের সমন্বয়ে দেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রবাসী বাঙ্গালীরাও। এদিকে, সম্মেলনে আসা ব্যক্তিদের খাবার পানিসহ বিভিন্ন সেবা দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। তবে, দীর্ঘপথ পাড়ি দিয়ে সম্মেলন স্থলে এসেও কার্ড না পাওয়ায় হতাশ অনেকে। তবে, ব্যাপক জনসমাগমের সুযোগে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।