ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

ক্যামেরুনে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রেন লাইনচ্যুত, নিহত ৭০, আহত ৩ শতাধিক

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২২ অক্টোবর ২০১৬ শনিবার

cammeronপশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ৩ শতাধিক মানুষ। দেশটির পরিবহনমন্ত্রী জানান, শুক্রবার ইসেকা শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বগিগুলো উল্টে যায়। রাজধানী ইয়াউন্ডে থেকে এটি দোয়ালা শহরে যাচ্ছিল। ট্রেনটিতে গড়ে ৬শ’ যাত্রী চলাচল করলেও দুর্ঘটনার সময় এতে ১ হাজার ৩শ’ যাত্রী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে দেশটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় ট্রেনে যাত্রীদের চাপ বেড়ে গেছে।