ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ভারতে লোকসভা নির্বাচন

বারাণসীতে শক্তি যাচাইয়ের পরীক্ষায় নামছেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

চলছে দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯। এবার সাত দফায় ভোট হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে। দেশটির এই সপ্তদশ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ২৩ মে। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এত বড় নির্বাচন এর আগে আর কখনও হয়নি। ইতিমধ্যে তিন দফায় ভোট হয়ে গেছে৷ কিন্তু কোথাও ভোট শান্তিপূর্ণভাবে হয়নি৷ আর বাকি মাত্র চার দফার ভোট৷ সেগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য মরিয়া প্রার্থীরা৷ চলছে দেদার প্রচার৷ এতটুকু সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা৷

এপ্রিলের ১১, ১৮, ২৩ তারিখে ভোটগ্রহণ হয়েছে। আগামী ২৯ এপ্রিল হচ্ছে চতুর্থ দফার ভোটগ্রহণ। মে মাসের ৭, ১২ এবং ১৯ তারিখেও ভোট হবে।      

লড়াই কঠিন মানছে বিজেপি৷ কিন্তু ভিন্ন মত পোষণ করছেন দেশটির বিভিন্ন প্রান্তের বিজেপি প্রার্থীরা৷ তাদের মধ্যে অন্যতম পুনম মহাজন৷ তার মতে, ২০১৪ ছিল মোদি ঝড়৷ আর এবার মোদি সুনামি৷ তাতেই ছারখার হয়ে যাবে বিরোধীরা৷

এদিকে বারাণসীতে প্রতিপক্ষের নাম নিয়ে জল্পনা শেষ হয়েছে বুধবারই৷ প্রিয়াঙ্কা গান্ধি৷ মুখে না বললেও হেভিওয়েট প্রার্থীকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি, তা প্রমাণিত৷ বৃহস্পতিবার তাই নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে শক্তি যাচাইয়ের পরীক্ষায় নামছে মোদি অ্যাণ্ড কোং৷ বড়সড় রোড শো করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

২৯ এপ্রিল বারাণসী কেন্দ্রে ভোট৷ তার আগে দলীয় সূত্রে খবর ২৬ এপ্রিল নিজের মনোনয়ন পত্র জমা দেবেন তিনি৷ সেই মনোনয়ন জমাকে কেন্দ্র করেও শক্তি ঝালাইয়ের পথেই হাঁটতে চলেছে বিজেপি৷ উপস্থিত থাকবেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, জেডিইউর অন্যতম নেতা নীতিশ কুমার৷ শরিকদের পাশে নিয়ে কংগ্রেসের পিলে চমকাতে তৈরি গেরুয়া শিবির৷

জানা গেছে, বেলা ৩টার দিকে এই রোড শো শুরু হবে বারাণসীতে৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যর প্রতিকৃতিতে মাল্যদান করে রোড শো শুরু করবেন মোদি৷ রোড শো শেষ হওয়ার কথা দশাশ্বমেধ ঘাটে৷ সেখানেই বিকেলের গঙ্গা আরতিতে অংশ নেবেন তিনি৷

আগামীকাল শুক্রবার সকাল ৯টার দিকে লোকসভা কেন্দ্রে কর্মী সমর্থকদের ও দলীয় নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে কাল ভৈরব মন্দিরও দর্শন করার কথা রয়েছে তার৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে শিবসেনা ও জেডিইউ ছাড়াও থাকবেন বিজেপির শীর্ষ নেতারা৷ যেমন সুষমা স্বরাজ, পীযূষ গোয়েল, জে পি নাড্ডা, নিতীন গড়কড়ি৷ থাকবেন শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল, এলজেপির রামবিলাস পাসোয়ান প্রমুখ৷

এদিকে, গতকাল বুধবারই জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকে লড়ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভা ভোটে দলের অন্যতম তুরুপের তাস প্রিয়াঙ্কা গান্ধি৷ সূত্রের খবর মোদির মতই কাল ভৈরব মন্দিরে পুজা দিয়ে মনোনয়ন পত্র জমা দেবেন প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কা লড়লে সপা-বসপা-আরএলডি জোটের প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবেন বলে খবর৷ ফলে জোটের ভোট কংগ্রেসের দিকেই যেতে পারে৷ উল্লেখ্য, জোটের প্রার্থী হিসেবে সোমবার শালিনী যাদবকে দাঁড় করানো হয়েছিল৷

চতুর্থ দফা (২৯ এপ্রিল)

১. বিহার: ৫

২. জম্মু কাশ্মীর: ১

৩. ঝাড়খণ্ড: ৩

৪. মধ্যপ্রদেশ: ৬

৫ মহারাষ্ট্র: ১৭

৬. ওড়িশা: ৬

৭. রাজস্থান: ১৩

৮. উত্তরপ্রদেশ:  ১৩

৯. পশ্চিমবঙ্গ: ৮