ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

হাসি ফুটলো নেত্রকোণার প্রতিবন্ধীদের মুখে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নেত্রকোণার প্রতিবন্ধী শিশুদের মুখে অপার্থিব হাসি ফুটিয়েছে কানাডাভিত্তিক প্রবাসী সংগঠন গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন। একুশে টেলিভিশনে নেত্রকোণার দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমানের গড়ে তোলা স্কুল নিয়ে সংবাদ প্রচারের পর তাদের সহায়তায় এগিয়ে আসে সংগঠনটি। লাল ঘোড়া, স্লিপার, বসার চেয়ারসহ নানা ধরণের খেলাধুলার সামগ্রী পেয়ে ভীষণ খুশী স্কুলটির শিশুরা।

আফিফা সাব্বির আর ইতি, ইয়াছির। ওদের অনেকে চোখে দেখে না, পারে না কথা বলতে। নিরানন্দ তাদের জীবনে খানিকটা আনন্দ এনে দিয়েছে এইসব স্লিপার আর লাল ঘোড়া।

শিশুদের আনন্দ দেখে খুশী অভিভাবকরাও। এভাবেই জীবনের চড়াই উৎরাই ওরা পার হবে হাসিমুখে- এমন আশা তাদের।

সম্প্রতি একুশে টেলিভিশনে দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমানের স্কুলের উপর সংবাদ প্রচার হলে কানাডার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ওদের সহায়তায় এগিয়ে আসে।

নেত্রকোণার হাবিবুর রহমান নিজে অন্ধ হলেও দীর্ঘদিন থেকেই প্রতিবন্ধী শিশুদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন। শিক্ষার আলো দিয়ে তাদের স্বাবলম্বী করাই তার চাওয়া।

তার প্রতিষ্ঠিত স্কুলে এখন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ৫২ শিশু লেখাপড়া করছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/