ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

‘ভারতের প্রধানমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

এবার সাত দফায় ভোট হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে। এপ্রিলের ১১, ১৮, ২৩ তারিখে ভোটগ্রহণ হয়েছে। আগামী ২৯ এপ্রিল হচ্ছে চতুর্থ দফার ভোটগ্রহণ। মে মাসের ৭, ১২ এবং ১৯ তারিখেও ভোট হবে।   

ইতিমধ্যে তিন দফায় ভোট হয়ে গেছে৷ আর বাকি মাত্র চার দফার ভোট৷ সেগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য মরিয়া প্রার্থীরা৷ চলছে দেদার প্রচার৷ এতটুকু সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা৷   

গতকাল বুধবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজন একাধিক নির্বাচনী সভার আয়োজন করা হয়।

মহিষাদলের কেশবপুর বাজারের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, ভারতের প্রধানমন্ত্রী শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। তিনি যা ঘোষণা করছেন তা একটিও বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে৷ মহিষাদলে বিশ্ববিদ্যালয়, তমলুকে মেডিক্যাল কলেজসহ একাধিক প্রতিশ্রুতি পূরণ করেছে। আগামী দিন কেন্দ্রের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। ফলে আরও উন্নয়ন ঘটবে।

এ দিন প্রথমে মহিষাদল ব্লকের কেশবপুর বাজারে সভা হয়, তারপর নাটশাল -১ এর বেতকুন্ডু, ভূঁইয়া সুড়ায়, রবীন্দ্র পাঠাগারে এবং শেষ সভাটি হয় প্রঞ্জানানন্দ ভবনে।

সূত্র: আনন্দবাজার

একে//