পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
কলারোয়ায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যেগে সুফলা ভোগীদের নিয়ে তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়েছে।
উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কার্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন-উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা হেলাল মুস্তাফিজুর রহমান।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। উক্ত কর্মশালায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রী গণের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. জিল্লুর রহমান, ভিএফএ মইনুল ইসলাম, ভিএফএ আকবর হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন, এডিবিও নমিতা রাণী ও নারায়ন চন্দ্র ঘোষ প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন এডিবিও সেলপ নাজমুল হাসান সকল সহকর্মীবৃন্দ। উল্লেখ্য-উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন সভানেত্রী ও দলনেত্রীগণ অংশগ্রহণ করেন। তাদের নিয়ে তিন দিনব্যাপী হাস-মুরগী ও ছাগল পালন, গরু মোটাতাজাকরণ ও দুগ্ধবতী গাভী পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
কেআই/