ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

গণফোরামের বিশেষ কাউন্সিল আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

‘গণতন্ত্র উদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তুলুন’- এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক এই দলকে তৃণমূলে শক্তিশালী করার উদ্দেশ্যে সকাল ১০টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে। জাতীয় কাউন্সিলের উদ্বোধন ও সভাপতিত্ব করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি পাঁচ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হয়। এটা দলের পঞ্চম ও বিশেষ জাতীয় কাউন্সিল। কাউন্সিলের প্রস্তুত কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে।

এ বিষয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তাক আহমেদ জানান, তাদের কাউন্সিলে দলের বাইরে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এই কাউন্সিলের মাধ্যমে পরবর্তী কাউন্সিল পর্যন্ত নেতৃত্ব নির্ধারণ করা হবে।

প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, সকাল ১০টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে কাউন্সিলের প্রথম অধিবেশন উদ্বোধন করা হবে। জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে।

এসএ/