বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা নয় : পররাষ্ট্রমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার | আপডেট: ০৪:৩১ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা না করে তাঁর আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রাজধানীতে ‘বর্তমান সরকার মুজিবনগর সরকারের ধারাবাহিক সরকার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
১৯৭১ সালে ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। আর সেই সরকারের নেতৃত্বেই নয় মাসের মুক্তিযুদ্ধে প্রতিষ্ঠা লাভ কওে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
জাতীয় গ্রন্থগারে এই আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, মুজিবনগর সরকারের ধারাবাহিকতায় বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার দেশ চালাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা নয় বরং তাঁর আত্মজীবনী থেকে শিক্ষা নিতে হবে।’
এছাড়া দুর্নীতি, মাদক, জঙ্গীবাদের বিরুদ্ধেজনমত গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা।
স্বাধীনতা বিরোধী অপশক্তিরা ইতিহাস বিকৃতির অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় আলোচনাসভা থেকে।
এসএ/