ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

'প্রাকৃতিক দূর্যোগের ফলে প্রতিবেশী দেশ থেকে প্রবাহিত পানি বন্ধ করার উপায় নেই'

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৬ রবিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৬ রবিবার

প্রাকৃতিক দূর্যোগের ফলে প্রতিবেশী দেশ থেকে প্রবাহিত পানি বন্ধ করার উপায় নেই, বাংলাদেশের মানুষকে তাই বন্যার সাথে বসবাস করা শিখতে হবে বলে মন্তব্য করেছেন ত্রান ও দূর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারী সংস্থা কোস্ট আয়োজিত দূর্যোগ বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এসময় সচিব বলেন, নভেম্বরের দূযোর্গ ব্যবস্থাপনা সংক্রান্ত্র এশিয়ান দেশগুলোর মন্ত্রী পর্যায়ের কনফারেন্সের খসড়া সম্পন্ন হয়েছে। এবারই সর্বোচ্চ সংখ্যক এনজিও এবং আইএনজিও এই সম্মেলনে অংশ নিচ্ছে বলে জানান সচিব। জনগন ও রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধির জন্য হায়গো ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে এশিয়ান দেশগুলোর কর্মপরিকল্পনা নিয়েই এই সম্মেলন। ভারতের নয়াদিল্লীতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২ থেকে ৫-ই নভেম্বর।