ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

শেখ জামালের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার | আপডেট: ১০:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শহীদ শেখ জামালের ৬৬তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি।

শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে সপরিবারে জাতির পিতার সঙ্গে শহীদ হন। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি।

শেখ জামাল ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি গৃহবন্দি হন। কিন্তু পালিয়ে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান।

দিবসটি উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এক বিবৃতিতে শেখ জামালের জন্মদিন পালনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসএ/