ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভারতের চতুর্থ দফা লোকসভা নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার | আপডেট: ০৮:২২ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। এই দফায় ৭১টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই ভোট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে ভারতজুড়ে। এবারের নির্বাচন নিয়ে কংগ্রেস-বিজেপির দ্বন্দ্ব চরমে উঠেছে।

এই ভোটের আগের দিন রাহুল গন্ধী কি ফাঁকিবাজ? মোদির সঙ্গে তুলনা টেনে কার্যত এটাই প্রতিপন্ন করতে চাইলেন অমিত শাহ। কিন্তু সেটা করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন রাহুলকে। ঝাড়খণ্ডের পালামৌতে ভোটপ্রচারে গিয়ে বিজেপি সভাপতি বলেন, ‘রাহুল বাবা’ দু’-তিন মাস অন্তর এক বার ছুটি নেন। আর মোদী ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমোন। গভীর রাত পর্যন্ত কাজ করেন। ছুটি নেন না। কয়েক দিন আগে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারেও উঠে এসেছিল এই প্রসঙ্গ। এ বার সেটাকেও ভোট প্রচারে হাতিয়ার করলেন অমিত শাহ। মোদির সঙ্গে রাহুলকে একই দাঁড়িপাল্লার দু’দিকে ফেলে তুল্যমূল্য বিচার পেশ করেন অমিত শাহ।

পালামৌর সভায় অমিত শাহ এদিন বলেন,‘আমি মোদিজির সঙ্গে গুজরাতে থেকে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই ২০ বছরে মোদিজি এক দিনও ছুটি নেননি। অন্য দিকে, আপনারা রাহুল বাবাকে জানেন। তিনি দু’মাস-তিন মাস অন্তর দলের নেতা-কর্মী, সমর্থক এমনকি, মাকে পর্যন্ত উদ্বেগে রেখে বিদেশে ছুটি কাটাতে যান।’

জাতীয়তাবাদ ইস্যুতেও এ দিন কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তার দাবি, কংগ্রেস কখনই পাকিস্তানকে যোগ্য জবাব দেয়নি। এই প্রসঙ্গেই ২০১৩ সালে পাক সেনার হাতে ভারতীয় সেনা জওয়ান ল্যান্সনায়েক হেমরাজের গলা কাটার প্রসঙ্গও টেনে আনেন অমিত। প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেনে অমিত বলেন, ‘হেমরাজের গলা কাটা দেহ উদ্ধারের সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। কিন্তু মনমোহনজি বরাবরের মতো এই ঘটনাতেও নীরব ছিলেন।’ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের কংগ্রেস মদত দিচ্ছে বলেও এ দিন অভিযোগ তুলেছেন অমিত শাহ।

তথ্যসূদ্র: আনন্দবাজার।

এসএইচ/