ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

যাত্রা শুরু করলো ‘সিনেবাজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার

বাংলা চলচ্চিত্র বর্তমানে সংকটময় সময় পার করছে। হাতে গোনা দু-একটি প্রতিষ্ঠান ছাড়া প্রতিষ্ঠিত অনেক প্রযোজনা প্রতিষ্ঠানই সিনেমা বানানো বন্ধ করে দিয়েছে। ফলে এ সময় একটি সংকটকাল অতিক্রম করছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো।

এমন মুহুর্তে শুধু দেশে নয় বিশ্ব দরবারে সিনেমাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘সিনেবাজ ফিল্মস’।

শনিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেবাজ এর যাত্রা শুরু হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

‘সিনেবাজ’-কে শুভেচ্ছা জানিয়ে ফারুক বলেন, ‘আমার অন্তর থেকে ভালোবাসা দিলাম সিনেবাজকে। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমি মন থেকে চাই, আপনারা ভালো কিছু করেন। কোনো কারণে আমাকে দরকার হলে বলবেন। আমি সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন,‘কিছুদিন আগে একটি সাক্ষাতকারে আমাকে বলা হলো সিনেমা হলে ভালো মেশিন নেই। তাই দর্শকরা সিনেমা দেখতে পারে না। আমি প্রতিবাদ করলাম। আমি বলেছি দর্শক অবশ্যই সিনেমা দেখে এবং দেখতে বাধ্য, যদি সিনেমাটা ভালো হয়।

সিনেমার মধ্যে যদি দর্শককে আকৃষ্ট করার মতো কিছু থাকে, তাহলে দর্শক অবশ্যই সিনেমা দেখবে।’ বললেন চিত্রনায়ক ফারুক।

তিনি বলেন, ‘সামনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। আমি সিনেবাজকে বলব, আপনারা বঙ্গবন্ধুকে নিয়ে একটা শর্টফিল্ম বানান। সেখানে যদি কোনোভাবে আমাকে প্রয়োজন পড়ে, তাহলে আমাকে অবশ্যই ডাকবেন। আমি চলে আসব।’

সিনেবাজ ফিল্মস-এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন নির্মাতা ইফতেখার চৌধুরী, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাম ইসলাম, চেয়ারপারসন জোৎস্না ইসলাম, কোম্পানির ডিরেক্টর অব কমিউনিকেশন হিসেবে আছেন অভিনেতা স্বাধীন খসরু।

এ ছাড়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, রোশান, জলি, গায়িকা মেহরীন, চলচ্চিত্র নির্মাতা ওয়াজেদ আলী সুমন, চিত্রনায়িকা ববি ও সাংবাদিকদের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসি