ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আজ বিশ্ব নৃত্য দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। প্রতিবারের মতো চলতি বছরেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি।

১৯৯২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে বাংলাদেশেও পালিত হয়ে আসছে দিবসটি।

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করবে দেশের নৃত্য সংগঠনগুলো। এদিকে বিশ্ব নৃত্য দিবস উদযাপনে ২৩ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নৃত্যমেলা। যাতে রাজধানীর বিভিন্ন নৃত্যসংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় ছিল নৃত্যানুষ্ঠান।

আজ সোমবার এ আয়োজনের সমাপনী দিন। এ ছাড়া সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি-প্রতিমন্ত্রী কে এম খালিদ।

একে//