ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পাবনায় হঠাৎ করেই বড়েছে ধর্ষন-নির্যাতন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

হঠাৎ করেই বেড়ে গেছে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা। তবে শুধু পাবনা জেলায় গত ১৮ দিনে ৫টি ধর্ষণ ও বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার ঘটনায় আতংকে শিক্ষার্থী-অভিভাবক। স্কুলগুলোতে কমিটি গঠনের মাধ্যমে সবার মাঝে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

গত ১৪ এপ্রিল পাবনার সুজানগরে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য সিএনজি চালিত অটোরিকশায় ওঠে এক স্কুলছাত্রী। এদিন চালক জহুরুল ইসলাম ও তার বন্ধু আল-আমিন ওই স্কুলছাত্রীকে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।

গত ২ এপ্রিল রাতে চাটমোহরের পৈলানপুর গ্রামে জালসা শুনে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও তিনটি ধর্ষণ চেষ্টার ঘটনা এবং আরো ২টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে পাবনায়। একের পর এক এসব ঘটনায় আতংক ও উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষার্থী-অভিভাবক মহল।

এ নিয়ে উৎকন্ঠায় শিক্ষকরাও। তারা বলছেন, যৌন নির্যাতন প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের পাশপাশি স্কুলগুলোতে শিক্ষার্থীদের সচেতন করার কাজ করছেন তারা।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। প্রশাসনসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে মনে করেন তারা।

এপ্রিল মাসে পাবনায় ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানীর ঘটনায় মামলা হয়েছে ৬টি। এসব মামলায় মাত্র ২ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি পাবনা পুলিশের কোনো কর্মকর্তা।