সেমিফাইনাল খেলাটা অসম্ভব নয়: মাশরাফি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, এবার সেমিফাইনাল খেলাটা অসম্ভব নয় বাংলাদেশের জন্য, অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ আমাদের সেরা শক্তি। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
বাংলাদেশের এই অধিনায়ক বলেন, এটা আমার শেষ বিশ্বকাপ,তাই নিজের কাজটা ঠিকমতো করতে চাই। আমাদের দল এখন ভাল অবস্থানে রয়েছে সেই জায়গা থেকে আমাদের এবার ভাল করা উচিত।
এদিকে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে মুশফিকুর রহিম বলেন, মাশরাফী ভাইয়ের জন্য এবারের বিশ্বকাপটা আমরা স্মরণীয় করে রাখতে চাই। গেল বিশ্বকাপের মতো এবারো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফী বিন মোর্ত্তজা। এই বিশ্বকাপই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
এদিকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদেরও হতে পারে এটি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তা এই বিশ্বকাপে স্মরণীয় করে রাখার মতো কিছু করতে চান মুশি, আমরা সকলে মিলে চেষ্টা করবো বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার জন্য। বিশেষ করে মাশরাফী ভাইয়ের জন্য। এটাই হয়তো উনার শেষ বিশ্বকাপ। তাছাড়া আমাদের চারজনেরও হতে পারে এটি শেষ বিশ্বকাপ। এভাবে আর একসঙ্গে বিশ্বকাপ খেলা হবে না। সবমিলিয়ে আমাদের চেষ্টা থাকবে স্মরণীয় করে রাখার মতো কিছু করার।
আগামী ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্বাদশ বিশ্বকাপের। ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে এ অভিযান শুরু হবে বাংলাদেশের। তার আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মাশরাফী বিন মোর্ত্তজা।
টিআর