ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

আপিল করা হবে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী হাইকোর্টে বাতিল হওয়ায় বিষয়টি

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার

বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী হাইকোর্টে বাতিল হওয়ায় বিষয়টি চ্যালেঞ্জ করে এক মাসের মধ্যে আপিল করা হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। হাইকোর্টের রায়ে বিচারপতি অপসারণে সাংবিধানিক শূন্যতা বিরাজ করছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমানে কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে সবকিছু সর্বোচ্চ আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে আরো লোকবলের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।