দিদির পায়ের তলার মাটি সরে যাচ্ছে: মোদি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিংহ। তার হয়ে প্রচারে নেমে জগদ্দলের সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এ দিন মোদি বলেন, মোদির সভায় ভিড় দেখে দিদির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বাংলায় উন্নয়ন ঘটিয়ে আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখব আমি।
জাতীয়তাবাদ এবং দেশভক্তি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মোদি। তার অভিযোগ, ‘‘পাকিস্তানের কথায় বিশ্বাস রয়েছে অথচ দেশের জওয়ানদের ওপর ভরসা নেই। তাই অভিযানের প্রমাণ চেয়ে বেড়ান।’’ দেশভক্তি নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের মধ্যে একজন বলে দাবি করেন মোদি। মানুষ তাঁকে ক্ষমা করবেন না বলে জানান তিনি।
রাজনৈতিক স্বার্থই যাঁদের কাছে সবকিছু, তাঁদের উত্খাত করুন। মমতা নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে থাকেন। এবার নরেন্দ্র মোদি মমতাকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন।
তথ্যসূত্র: আনন্দবাজার।
এসএইচ/