ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

সামাজিক সম্পৃক্ততার মধ্য দিয়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জনসাধারণের সামাজিক সম্পৃক্ততার মধ্য দিয়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মসূচী। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় কমিউনিটির মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক মো: আসাদুল ইসলাম, কক্সবাজার জেলা প্রশাসক, সরকারী কর্মকর্তা, এনজি প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।