ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
‘বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ মঙ্গলবার স্বাগতিক বাংলাদেশের মুখোমুখী মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ফাইনালে ওঠার লড়াই।
নিজেদের গ্রুপ ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে সংযুক্ত আরব আমিরাত এবং ২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি সেমিতে নাম লেখায়।
পক্ষান্তরে নিজেদের গ্রুপ ম্যাচে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া তাজিকিস্তানকে ৩-০ গোলে হারায়। তবে পরের ম্যাচে লাওসের কাছে হেরে যায় ০-৫ গোলে। তারপরও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে চলে যায় তারা।
তবে গ্রুপ ম্যাচে চোট পাওয়া কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নার এ ম্যাচে খেলার সম্ভাবনা কম। তাই বিকল্প হিসেবে সাজেদা ও তহুরা খাতুনকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ কোচ। দুই গ্রুপ ম্যাচের ভুল শুধরে এ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
ম্যাচের অবস্থা বুঝে যে কোনও সময় পরিকল্পনা পরিবর্তন হতে পারে বলে জানালেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তবে মঙ্গোলিয়াও গ্রুপে খেলে আসা কিরগিজস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সমশক্তির দল বলেই মনে করছেন ছোটন। তাই শিষ্যদের স্বাভাবিক খেলাটাই খেলতে পরামর্শ দিচ্ছেন তিনি।
তাই এখন দেখার বিষয়, মঙ্গলবার মঙ্গোলিয়াকে হারিয়ে তাদের অমঙ্গল ঘটিয়ে বাংলাদেশ ফাইনালে যেতে পারে কি না।
বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচের জয়ী দল ফাইনালে মোকাবেলা করবে লাওসকে। গতকাল সোমবার প্রথম সেমিতে তারা কিরগিজস্তানকে হারিয়েছে ৭-১ গোলে।
একে//