ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাবির সঙ্গে ডিএসই’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে সম্পাদিত এ চুক্তির আওতায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ ডিএসই-এর সঙ্গে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

সমঝোতা চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ডিএসই-এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর কে এ এম মাজেদুর রহমান স্বাক্ষর করেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা এগারোটায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন নীলাঞ্জন কুমার সাহা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জাহিদুল করিম এবং বিভাগীয় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ডিএসই-এর পক্ষে ডিজিএম ও প্রশিক্ষণ একাডেমির ইনচার্জ হোসনে আরা পারভীন, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রনি ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জানান, এ চুক্তির আওতায় ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ, গবেষণা কর্মসুচি ও বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের সুযোগ প্রদান করবে। চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রেও ডিএসই সহযোগিতা প্রদান করবে।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের পূর্বে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেআই/