ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৬ সোমবার

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লড়াই করে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ২২ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৬৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ রান। আগের দিন ৫৯ রানে অপরাজিত থাকা সাব্বির আর ১১ রানে অপরাজিত তাইজুল শুরু করেন নতুন স্বপ্ন নিয়ে। তবে, স্বপ্নভঙ্গের শুরুটা  তাইজুলকে দিয়ে। ব্যাক্তিগত ৫ রান যোগ করে বেন স্টোকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই লোয়ার অর্ডার। এরপর আবারো আঘাত স্টোকসের। এবার শেষ ব্যাটসম্যান সফিউলকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে উল্লসে মাতে ইংলিশরা। এক প্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থাকা সাব্বিরের প্রানান্তকর চেষ্টাও ব্যার্থ হলো।  এই জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। আর হারের ফলে শক্তিশালী ইংলিশদের বিপক্ষে প্রথমারের মত টেস্ট জয়ের স্বপ্ন অপূর্ন থেকে গেলো টাইগারদের। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে বাংলাদেশ করে ২৪৮ রান। আর দ্বিতীয় ইনিংসে সফরকারীরা করে ২৪০ রান। দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস।