বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৪ এএম, ১ মে ২০১৯ বুধবার | আপডেট: ১১:২৫ এএম, ১ মে ২০১৯ বুধবার
বগুড়ার শেরপুর উপজেলায় দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার শফিউর রহমান জ্যোতি (৫৮) নিহত হয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দিনগত রাতে দেড়টার দিকে উপজেলার একটি আঞ্চলিক সড়কে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, রাম-দা ও চরমপন্থি কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
নিহত জ্যোতি পাশের ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মোজাফফর হোসেন মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বোয়ালকান্দি ব্রিজ এলাকায় দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে//