চুয়াডাঙ্গায় অচেতন অবস্থায় এক কারারক্ষী উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ১ মে ২০১৯ বুধবার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর বাঁশবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কারারক্ষীর অচেতন অবস্থায় উদ্ধার করেছে। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বুধবার বেলা ১০টার দিকে এলাকাবাসীর কাছথেকে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
ওই কারারক্ষীর নাম মিলন হোসেন (২৬)। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ছেলে। এঘটনায় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা জমি-জমা নিয়ে বিরোধের কারণে এঘটনা ঘটতে পারে।
এঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী মিলনের সৎ ভাই হাসমত আলী, ভাগনে মানিক ও নাঈমকে আটক করেছে পুলিশ।
সদর হাসপাতালের ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু বলেন, কারারক্ষী মিলন হোসেনের অবস্থা আশংকামুক্ত নয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মিলন হোসেন যশোর কারাগারের চাকরি করেন। রোববার গ্রামের বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গলাইদড়ি ঘাট এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ইজি-বাইক থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর বুধবার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে অচেতন ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
কেআই/