যমুনা ব্যাংকের গ্রাহকরা
জাস্টপে’র মাধ্যমে রবি ও এয়ারটেলে রিচার্জ করতে পারবেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১০ পিএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার
যমুনা ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটির মোবাইল অ্যাপ্লিকেশন ‘জাস্টপে’ ব্যবহার করে রবি ও এয়ারটেল নাম্বার রিচার্জ করতে পারবেন। সেবাটি প্রদান করতে সার্কেল ফিনটেক লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি সই করেছে রবি।
রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি রবি’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং সার্কেল ফিনটেক লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর রেদওয়ান-উল করিম আনসারি ডিজিটাল রিচার্জ সেবাটির উদ্বোধন করেন। যমুনা ব্যাংকের গ্রাহক যারা রবি বা এয়ারটেলের সেবা গ্রহণ করেন তারা এ সুবিধা উপভোগ করতে পারবেন।
এসময় রবি’র সেলস অপারেশন’র ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম. এনায়েতুর রহিম, জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক ইবনে হাসান, মো. সাইফুল কাদের এবং শাকিল ফারহান মিঠুন, ম্যানেজার রোনাল্ড রনি বইদ্য, যমুনা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কার্ড অ্যান্ড এডিসি আদনান মাহমুদ আশরাফ-উজ-জামান, সার্কেল ফিনটেক’র হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট নাজিম আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট’র সিনিয়র ম্যানেজার জুবায়ের-বিন-কবির এবং মার্কেটিং’র ম্যানেজার মুকতাসিদ হক উপস্থিত ছিলেন।
এসি