ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

চট্টগ্রামে বধ্যভূমি সংরক্ষণের উদ্যেগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

মুক্তিযুদ্ধে পটিয়ার মুজাফফরাবাদে সংঘটিত হয় গণ্যহত্যা। শহীদদের স্মরণে এবার বধ্যভূমি সংরক্ষনের উদ্যোগ নিয়েছে সরকার। নির্মাণ করা হচ্ছে স্মৃতি সৌধ। মুক্তিযুদ্ধের ম্মৃতি বিজড়িত চট্টগ্রামের অনান্য বধ্যভূমিও সংরক্ষণের কথা জানিয়েছেন সরকারী দলের হুইফ শামসুল হক চৌধুরী।

১৯৭১ সালের ৩ মে সালে এ দেশীয় দোশরদের সাথে মিলে পাকিস্তানী সৈন্যরা ব্যাপক গণহত্যা চালায় চট্টগ্রামের পটিয়ার মোজাফ্ফরাবাদে। আশ পাশের গ্রাম থেকে লোকজনকে ধরে এনে নির্বাচারে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে  নিরীহ মানুষদের হত্যা করে। নৃশংশ এই হত্যাকান্ডের কথা স্মরণ করে এখনো আঁতকে উঠেন সেদিনে প্রত্যক্ষদর্শীরা।

গণহত্যার স্থানটি দীর্ঘদিন অযতœ অবহেলায় পড়ে থাকলেও এবার সেই বধ্যভূমি সংরক্ষনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। শুরু হয়েছে স্মৃতি সৌধ নির্মাণের কাজ।

চট্টগ্রামের অন্যান্য বধ্যভূমি সংরক্ষনের কথা জানালেনন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বর্তমান সরকার আরো উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সবার।