ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মোরেলগঞ্জ হাসপাতালে জনবল সংকট (ভিডিও )

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ এএম, ৫ মে ২০১৯ রবিবার

চিকিৎসক, কর্মচারী সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্যাথলজি বিভাগ ও ইসিজি মেশিন না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। লোকবল সংকটসহ নানা সমস্যায় কথা স্বীকার করে তাদের অসহায়ত্বের কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।  

৩০শয্যা নিয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয় ১৯৬৫ সালে। ২০১৮ সালে ৫০শয্যায় উন্নিত হলেও, আগের জনবল ও অবকাঠামো নিয়ে কোন মতে চলছে স্বাস্থ্যসেবা। মোরেলগঞ্জ উপজেলার সাড়ে ৫লাখ জনগোষ্ঠির একমাত্র চিকিৎসাস্থল এটি। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটের কারণে কাঙ্খিত সেবা পাচ্ছেন না এলাকার মানুষ।

বর্হিবিভাগে প্রতিদিন ২থেকে আড়াইশ রোগী চিকিৎসা নিতে আসে। চার বছর ধরে বন্ধ রয়েছে প্যাথলজি বিভাগ ও ইসিজি মেশিন। একমাত্র এ্যাম্বুলেন্সটি প্রতিমাসেই মেরামত করতে হয়।

জনবল সংকটসহ নানান সমস্যায় কথা তুলে ধরেন দায়িত্বপ্রাপ্তরা।

হাসপতালে ৩৬জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র তিনজন। এছাড়া বিভিন্ন শ্রেনীর ২১৮ জনে পদের মধ্যে ৬৩টি শুন্য রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার, এনেসথেসিয়া, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু ও শিশুসহ জুনিয়র কনসালটেনন্ট ও সহকারী সার্জনের মত গুরুত্বপূর্ণ সকল পদ শুন্য রয়েছে।