জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৫ মে ২০১৯ রবিবার | আপডেট: ০৪:২৪ পিএম, ৫ মে ২০১৯ রবিবার
ভারতের জম্মু-কাশ্মীরে বিজেপির জেলা সহসভাপতি গুল মুহাম্মদ মীরকে (৬০) গুলি করে হত্যা করেছে। খবর আনন্দবাজার। তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেখানকার স্থানীয় জঙ্গিরা।
এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শনিবার কয়েকজন জঙ্গি গুল মুহাম্মদের নওগামের বাড়িতে ঢুকে হামলা চালায়। তার বুকে ও পেটে ৪টি গুলি লাগে। তিনি বলেন, গুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের বিশাল বাহিনী। গোটা নওগাম গ্রামটি ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত দোরু বিধানসভা ক্ষেত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গুল মুহাম্মদ। বিজেপি নেতার ওপর হামলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এমবি/টিআর/