ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মরক্কোয় কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) এর সভাপতি ও "বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউট" পরিচালক শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী মরক্কোর বাদশাহ মুহাম্মাদ এর দাওয়াতে মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন।

পবিত্র রমজান মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুরুসে হাসানিয়া অনুষ্ঠানে তিলাওয়াত করার জন্য ষষ্ঠবারের মতো রাজকীয় অতিথি হয়ে তিনি যাচ্ছেন। আজ রাতে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এ অনুষ্ঠানে রাজদরবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধান সহ সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত থাকবেন। শাইখ আহমাদ বিন ইউসুফ মরক্কো অবস্থানকালীন জাতীয় মসজিদ সহ বিভিন্ন শহর পর্যায়ে অনুষ্ঠিত ক্বিরাত সম্মেলনে তিলাওয়াত করবেন।

আগামী ২০মে তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে। তিনি বাংলাদেশের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক, ক্বারী মো. ইউসুফ রহঃ এর বড় পুত্র।