ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এ্যাগ্রো এ্যাওয়ার্ড এর উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই টেলিভিশন “স্ট্যান্ডার্ড চার্টার্ড- চ্যানেল আই এ্যাগ্রো এ্যাওয়ার্ড ২০১৯” এর উদ্ধোধন ঘোষণা করেছে। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবে এই এ্যাগ্রো এ্যাওয়ার্ড প্রদান করা হবে। চলতি বছর আটটি ভিন্ন ক্যাটাগরিতে এই এ্যাওয়ার্ড দেয়া হবে। আটটি বিষয় হলো,ফার্মার অব দ্যা ইয়ার (পুরুষ), ফার্মার অব দ্যা ইয়ার (মহিলা), হিরোস ফর চেইঞ্জ, বেস্ট এ্যগ্রিকালচার অরগানাইজেশন ইন রিসার্স, ইনোভেশন এ্যান্ড টেকনোলজি, বেস্ট এ্যগ্রিকালচার অরগানাইজেশন ইন সাপোর্ট এ্যান্ড এক্সিকিউশন, বেস্ট এ্যগ্রিকালচার এক্সপোর্টার এবং লাইফটাইম এ্যাসিভমেন্ট এ্যাওয়ার্ড।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “দেশের জিডিপিতে প্রায় ১৪% এবং কর্মসংস্থানে ৪০% অবদান রাখায় কৃষিখাত এখনও বাংলাদেশের রুপান্তরমূলক উন্নয়ন ধারার মূল চালিকাশক্তি হিসেবে বিরাজমান। কৃষি খাতের প্রকৃত বীর; যারা মেধা, সাহস এবং ত্যাগী প্রচেষ্টার মাধ্যমে এই খাতকে সামনে এগিয়ে নিচ্ছেন তাদেরকে সাহায্য এবং সক্ষম করে তোলাই এ্যাগ্রো এ্যাওয়ার্ড-এর লক্ষ্য।”

চ্যানেল আই-এর ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “কৃষিই বাংলাদেশের প্রাণ আর চ্যানেল আই এগিয়ে চলেছে “হৃদয়ে বাংলাদেশ” নীতিকে ধারন করেই। কৃষক ও কৃষি বিষয়ক বিশেষায়িত অনুষ্ঠানগুলোই শুধু নয় বরং বাংলাদেশের বৃহত্তম প্রাইভেট স্যাটেলাইট টিভি চ্যানেল হিসেবে চ্যানেল আই-এর অন্যান্য অনুষ্ঠানগুলোতেও এই বিষয়গুলো উল্লেখযোগ্য ভাবেই স্থান করে নিয়েছে। কৃষি শুধুমাত্র একটি কাজই নয় বরং এটা জীবন ধারনের একটি পথ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-চ্যানেল আই এ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৯ কৃষি খাতে এবং কৃষকদের আরও উন্নয়ন অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।”

চ্যানেল আই-এর পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ বলেন, “কৃষকদের নিজস্ব প্রতিভা এবং তাদের উদ্ভাবনী শক্তি কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে, এটি নিশ্চিতভাবেই সত্য যে সরকারী সহায়তার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান কৃষকদের পাশে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের গবেষণা ও উদ্ভাবনগুলিও কৃষকদের জন্য তাদের কাজকে আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তাই তাদেরও স্বীকৃতি পাওয়া উচিত। এ বছর হবে এ্যাগ্রো এ্যাওয়ার্ড-এর পঞ্চম পর্ব। এখন পর্যন্ত ২৬টি এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।  যার মধ্যে ব্যক্তিগতভাবে ৮ জন এবং প্রাতিষ্ঠানিকভাবে ১৬ প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে।  

এনএম/কেআই/