ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বনশ্রীতে সড়কে অবৈধ ৩৫০ দোকান উচ্ছেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

রাজধানীর বনশ্রী এলাকায় অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বনশ্রীর এ ব্লকের ৬০০ ফুট দীর্ঘ ও ২০ ফুট চওড়া একটি রাস্তায় অবৈধভাবে স্থাপিত প্রায় ৩৫০টি অস্থায়ী কাঁচা ও সেমিপাকা দোকান উচ্ছেদ করা হয়।

করপোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে সোমবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ডিএনসিসির এ অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরকে//