ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সুবীর নন্দীর জনপ্রিয় কিছু গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল ঢাকার সিএমএইচ থেকে এয়ার

অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পীকে। এর আগে ১৬ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নন্দিত এ কণ্ঠশিল্পী দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। 

চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করার সময়ে ‘দিন যায় কথা থাকে’ সিনেমায় শিরোনাম গানটি গেয়েছিলেন সুবীর নন্দী। তার বিখ্যাত ও জনপ্রিয় কিছু গানের সঙ্গে আবারও পরিচিত হয়ে নিন-

দিন যায় কথা থাকে :

পাখিরে তুই দূরে থাকলে :

কত যে তোমাকে বেসেছি ভাল : 

আমার এ দুটি চোখ পাথর তো নয় :

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই : 

এছাড়াও তার রয়েছে অসংখ্য বিখ্যাত ও জনপ্রিয় গান। তার মধ্যে রয়েছে- ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘ও আমার উড়াল পংখী রে’ ইত্যাদি।

আরও কিছু গান :

এসএ/