ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

লড়াইটা বেশ কঠিনই হবে : মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখী হচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে ক্যারিবিয়নরা যখন ফুরফুরে, তখন স্বাগতিক আয়ারল্যান্ডের এ দলের কাছে হেরে মানসিকভাবে চাপে রয়েছে মাশরাফি বাহিনী। অন্যদিকে বৈরি আবহাওয়া তো আছেই।

বাংলাদেশের তীব্র গরম থেকে আইরিশ ঠান্ডা কন্ডিশন টাইগারদের ঐ ম্যাচে ভুগিয়েছে বলে অনেকেই মতামত দিয়েছেন। তবে এমন কন্ডিশন মেনে নিলেও ঠান্ডাকে অজুহাত হিসেবে নিতে নারাজ অধিনায়ক মাশরাফি। সবকিছুকে ম্যানেজ করে লড়াই করতে হবে এমনটাই মনে করেন তিনি। বলেন, বিকেলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে টাইগাররা। ডাবলিনে বাংলাদেশ সময় পৌনে ৪টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাশ জানান, ‘ওয়েস্ট ইন্ডিজ টিমে ভালো কিছু খেলোয়াড় আছে। শাই হোপ আমাদের দেশেও ভালো করেছে। ব্রাভো আছে। ওদের পেস অ্যাটাকটাও ভালো। আমরা অনুশীলনী ম্যাচটা হেরেছি। আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সবকিছু ঠিকমতো এক্সিকিউশন করা।’

অন্যদিকে টিম ম্যানেজমেন্ট বলছে, প্রস্তুতি ম্যাচের কথা আমাদের ভুলে গিয়ে মাঠে নামতে হবে। নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে পজেটিভ ফল আসবে বলে মনে করছেন তারা।

সবমিলে লড়াইটা যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখেনা।

এআই/