পণ্ড হতে পারে বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০১ পিএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘন্টা দু’য়েক পরই মাঠে নামছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে গড়ানোর কথা দুই দলের লড়াই। তবে শংকার বিষয়, গুরুত্বপূর্ণ এ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যেতে পারে।
আয়ারল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১টার দিকে তা থামলেও প্রচুর ঠাণ্ডা থাকবে। কনকনে ঠাণ্ডায় হাড়ে কাঁপুনি ধরাবে। তাপমাত্রা থাকতে পারে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কিছুক্ষণ বিরতি দিয়ে বিকেলে ফের বৃষ্টি হতে পারে। কার্যত থেমে থেমে ম্যাচে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আইরিশ সময়ানুযায়ী, বেলা ২টায় ও ৪টায় বৃষ্টি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
গোটা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে বইবে হালকা ঝড়ো হাওয়া। এটি পেস বোলারদের সুইং পেতে বাড়তিতে সাহায্য করলেও, ব্যাটিংয়ে ক্ষেত্রে হবে তার বিপরীত। বৃষ্টির কারণে খেলা বেশ কয়েকবার বন্ধ হতে পারে বলেও দেশটির আবহাওয়া বার্তায় বলা হয়েছে।
বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি। এ ম্যাচের পর আগামি ৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এদিকে, মূল লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডি এ দলের কাছে ৮৮ রানের হেরে অনেকটা চাপে মাশরাফি বাহিনী। সেখান থেকে ঘুরে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ তাদের।
এআই/