ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে আগ্রহী উরুগুয়ে এবং আর্জেন্টিনা

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে আগ্রহী দুই ল্যাটিন প্রতিবেশী দেশ উরুগুয়ে এবং আর্জেন্টিনা। ২০৩০ সালে ফুটবলের সবচেয়ে বড় আসরের স্বাগতিক দেশ হতে এখন থেকে কাজ করবে এই দুইটি দেশ। এই উপলক্ষ্যে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আর্জেন্টাইন প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাকরি এবং উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারেজ ভাসকুয়েজ উপস্থিত ছিলেন। আয়োজক দেশ হওয়ার প্রতিযোগীতায় দুই দেশ একসাথে কাজ করবেন বলে জানান দুই প্রেসিডেন্ট। এর আগে সবশেষ ২০১৪ সালে আরেক ল্যাটিন দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের আসর।