ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

লাহোরে মাজারের কাছে বিস্ফোরণে নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৮ মে ২০১৯ বুধবার | আপডেট: ০২:১৫ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের কাছে বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২৫ জন।

পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের বরাত দিয়ে জানানো হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের দাতা দরবারের কাছে বিস্ফোরণটি ঘটে বলে নিশ্চিত করেছেন লাহোর পুলিশের ডিআইজি অপারেশন্স আশফাক আহমেদ খান।

দাতা দরবার দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাজার বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নাম্বার গেটের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়।

বিস্ফোরণে পুলিশের গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণটি কী ধরনের ছিল তা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে তাদের ধারণা।

পুলিশের শহর বিভাগের এসপি সৈয়দ গজনফর শাহ্ জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে আট জনের অবস্থা সঙ্কটজনক। আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশের কয়েকজন সদস্য রয়েছেন বলে জানান তিনি।

বিস্ফোরণের পরপরই দ্রুতগতিতে উদ্ধার অভিযান চালানোর পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে সশস্ত্র পুলিশের একটি বড় দল মোতায়েন করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।