ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বৃষ্টি-বাদল ছাড়াই স্যুয়ারেজের পানিতে ডুবে আছে রাজধানীর তেজকুনিপাড়ার একাংশ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ১২:৪১ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার

বৃষ্টি-বাদল ছাড়াই স্যুয়ারেজের পানিতে ডুবে আছে রাজধানীর তেজকুনিপাড়ার একাংশ। দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে দিনে-রাতে চলাচল করতে হচ্ছে এলাকার শত-শত মানুষের। অল্পদিনে পানি না নামলে রোগ-ব্যধিসহ দীর্ঘস্থায়ী ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা। গেল ক’দিনে স্যুয়ারেজের পানি ঢুকেছে সড়কে-বাড়িতে। বিচ্ছিন্ন দ্বীপের মতোই দাঁড়িয়ে আছে একেকটি ভবন। এমপি হোস্টেল আর প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক পেছনে তেজকুনিপাড়ার এসব রাস্তা দিয়ে সারাক্ষণই চলাচল করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্যা-বৃষ্টি ছাড়াই ময়লা পানিতে ডুবে আছে বায়তুল ফালাহ মসজিদের উঠোন। পাশের ছাপড়া মসজিদেও যেতে পারেন না মুসুল্লিরা। রাস্তা অপেক্ষাকৃত নিঁচু হওয়ায় মাঝেমধ্যেই স্যুয়ারেজের পানিতে ডুবে যায় আশপাশের এলাকা। ঘটনার কারণ জানতে শিগগিরই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ঢাকা ওয়াসার। ভূক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না হলে এ ভোগান্তি দূর হবে না।