ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সুবীর নন্দী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। কেন্দ্রীয় শহীদ মিনারে গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সব শ্রেণী পেশার মানুষ। পরে রামকৃষ্ণ মিশনে শ্রদ্ধা নিবেদন শেষে সবুজবাগ বরদেশ্বরী কালি মন্দিরে শেষকৃত্য হয় তাঁর।

বৈশাখের খরতাপে সবাইকো অঝোরে কাঁদিয়ে সুবীর নন্দীর চির বিদায়।

এই ঘরে আর কোনদিনই ফেরা হবে না ভালোবাসার মানুষদের কাছে। দৃষ্টির সীমানা ছেড়ে পরপারের পথে নিথর দেহ।

একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দী মঙ্গলবার ভোররাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সকালে ঢাকা পৌছার পর মরদেহ আনা হয় গ্রীন রোডের বাসায়। অশ্রুসিক্ত নয়েনে বিদায় জানান পরিবারের সদস্যরা।

গ্রীণ রোড থেকে ঢাকেশ্বরী মন্দিরে। শ্রদ্ধা জানান ভক্ত অনুরাগীরা। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয় ফুলের শ্রদ্ধা।

বাবার জন্য সবার কাছে আশীর্বাদ চান একমাত্র মেয়ে মৌ। 

দীর্ঘদিনের সহকর্মীদেরও মাঝে যেনো বিষাদের সুর।

নাগরিক শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ^রী মন্দির থেকে সুবীর নন্দীকে আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 

ঢল নামে সাধারন মানুষের। যার গান এতোদিন ছুঁয়েছে ভক্ত হৃদয়, আজ সেই শিল্পীর জন্য একবুক ভালোবাসা নিয়ে হাজির সুবীর ভক্তরা। ক্ল্যাসিক্যাল আধুনিক বাংলা গানে সুবীর নন্দীর শূণ্যতা কি পূরণ হবে?

দেশসেরা এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। 

শহীদ মিনার এফডিসি হয়ে রামকৃষ্ণ মিশন। পরে সবুজবাগ বরদেশ্বরী কালি মন্দিরে শেষকৃত্য হয় বৃষ্টির কাছ থেকে কাঁদতে শেখা সুবীর নন্দীর।